চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় খোঁজ না পাওয়া শিশুর মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সাড়ে ৯ টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রাইসা গ্রামের গ্রাম্য চিকিৎসক আব্দুল হোসেনের ছেলে ফাহিম(৫)'র মরদেহ বাড়ির পিছনে একটি ডোবা থেকে ডুবুরিরা মরদেহটি উদ্ধার করে। এর আগে রবিবার দুপুর ২ টার দিকে নিজ বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়। ছেলে। এলাকাবাসী জানান, রবিবার দুপুরে বৃষ্টির পানিতে শিশু ফাহিম খেলছিল। তার পিতা মাঠ থেকে গরুর খাস কাটে এনে ছেলেকে বাড়িতে না পেয়ে অনেক খুজতে থাকে। এলাকাবাসি বিকালে গ্রামের নটা বিল খালের পাড়ে তার ব্যবহৃত পায়ের সেন্ডেল পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়। এসময় গ্রামবাসীর সহযোগীতায় খালের পানিতে উদ্ধার চেষ্টা চালায়। পরে ওই উদ্ধার অভিযানে অংশ নেয় আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা। দীর্ঘ সময় পর শিশুটির খোঁজ না মিললে রোববার রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার কাজে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিলেও দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।পরদিন সকাল সারে ৯টার দিকে বসতবাড়ির পেছনের ডোবায় ফাহিমের মরদেহ ভেসে উঠলে তার মরদেহ উদ্ধার করা হয়। আলমডাঙ্গা থানার (ওসি) শেখ গনি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫