নিজস্ব প্রতিবেদক : একদিনে ( গত ২৪ ঘণ্টায়) ডেঙ্গুতে আক্রান্ত সারাদেশে আরো ৬ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা ১৩১ জনে পৌঁছেছে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২৬ জন। রবিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ এতে বলা হয়, দেশে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯৬, ঢাকা উত্তর সিটিতে ১৭২, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৪, খুলনা বিভাগে ১০১ জন রয়েছেন। এছাড়াও রাজশাহী বিভাগে ৪৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৪ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ৮১ জন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫