মাহমুদ হাসান রনি : চুয়াডাঙ্গা জেলা হতে বদলির আদেশপ্রাপ্ত বিদায়ী সহকর্মীদের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা সহকর্মীদের বদলি জনিত বিদায় সংবর্ধনার আয়োজন করেন। বিদায়ী সহকর্মীগণ চুয়াডাঙ্গা জেলা পুলিশের গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্বরত থেকে পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালনের স্বীকৃত স্বরুপ পুলিশ সুপার মহোদয় তাদের ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এসময় তাদের সকলের পেশাগত ও পারিবারিক কল্যাণ কামনা করেন।উল্লেখ চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মারুফ হোসেন (বদলীর আদেশপ্রাপ্ত বরিশাল রেঞ্জ), পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শফিকুল ইসলাম (বদলীর আদেশপ্রাপ্ত কেএমপি, খুলনা), পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ একরামুল হোসাইন (বদলীর আদেশপ্রাপ্ত রাজশাহী রেঞ্জ) এবং মোঃ লাবলু সরদার (বদলীর আদেশপ্রাপ্ত এপিবিএন)সম্প্রতি বদলির আদেশপ্রাপ্ত হন। বর্ণিত পুলিশ কর্মকর্তাগণ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত থেকে দক্ষতার সাথে অর্পিত দায়িত্ব পালন করেন। বদলীকৃত কর্মস্থলে যোগদানের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা হতে অদ্য ছাড়পত্র গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫