• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

কেরুজ চিনিকলের আওতাধীন ১৩ নং ইউনিটে এসটিপি বেডের উদ্বোধন

grambarta / ১০০ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর আওতাধীন ১৩ নং ইউনিট শৈলমারী গ্রামে আখ চাষির জমির উদ্দিনের আধুনিক পদ্ধতি এসটিপি বেড উদ্বোধন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেরু এ্যান্ড কোম্পানির মিলস গেট পূর্ব সাবজোনের ১৩ নং ইউনিট এর শৈলমারী গ্রামের বিশিষ্ট আখ চাষি মো.আবদুল মজিদ মোল্লার ১একর জমির জন্য এসটিপি বেড উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মিলের নবনিযুক্ত ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক( কার খানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া মহোদয় এবং ডিজিএম (সম্প্রঃ) কৃষিবিদ মোঃ মাহবুবুর রহমান , সাবজোন প্রধান মাফুজুল আলম রতন ও সিডিএ মোঃ গোলাম মোস্তফা বাবু।পরে আখরোপনের কর্মসূচি অনুযায়ী জিএম(কৃষি)ও ডিজিএম (সম্প্র.) মিলসগেট পশ্চিম সাবজোনের ৩৬ ও ২৫ নং ইউনিটের চাষির প্লটে এসটিপি বেডে চারা রোপনে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর