নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনায় ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাই রাজা মিয়া (২৫) এবং শাশুড়ি চায়না খাতুন (৩৭) কে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে ফেনসিডিলসহ আটক করে যৌথবাহিনী। আটক চায়না খাতুন দর্শনা পৌরসভাধীন মোহাম্মদপুর এলাকার মাদক কারবারি আরিফের স্ত্রী এবং রাজা মিয়া ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা)এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। অভিযান সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ি থেকে ২৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ চায়না খাতুন এবং তার জামাই রাজা মিয়াকে আটক করে। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানান, জব্দকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক সাহারা খাতুন বাদী হয়ে আটকদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫