চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সকালে ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতামুলক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের করনীয় দিকসমুহ এবং বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষায়াদি তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশনের চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি ফ্যাসিলিটেটর আলী হায়দার বাপ্পী। শিকারপুর দক্ষিণপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মোখলেশুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোবারকপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য জাহির আলী। সভায় বক্তব্য রাখেন, অভিভাবক ডা. হযরত আলী, মুকলেসুর রহমান, জালাল উদ্দিন, রুব্বান আলীসহ অনেকে। সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হবে, অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে ধরতে হবে। সংলাপে বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে। বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে বলেন। বক্তারা আরও বলেন এজন্য আইনের আশ্রয় নিতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রয়োজনে সময় মতো প্রশাসনকে জানাতে হবে। শিক্ষার্থীরা আরও বলেন যদি আমরা নিজেরা সচেতন হয় এবং আশেপাশের এলাকায় সচেতন করি এবং বাল্য বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরলে-ই তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।