নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে জেলা টাউন ফুটবল মাঠে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এবং গিতা পাঠ করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সর্বশেষ ২০১০ সালে এই জেলায় সম্মেলন করে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সম্মলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন । জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু'র সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫