নাটোর প্রতিনিধি : নাটোর বড় হরিশপুর পুলিশ লাইন সংলগ্ন বিশ্বাস কোল্ড স্টোরেজে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তর। শনিবার (২৩ অক্টোবর) বেলা আনুমানিক দেড়টার দিকে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান অভিযা পরিচালনা করেন নাটোর জেলা প্রশাসনের (সহকারী ম্যাজিস্ট্রেট) ইশতিয়াক আহমেদ। ভ্রাম্যমান পরিচালনা করার সময় একজন আলু ব্যবসায়ীকে লাইসেন্স না থাকায় ও বেশি মূল্যে বিক্রি ও হিসাবে গরমিল থাকায় শ্রী ধীরেন নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন । এ সময় আলু ব্যবসায়ীকে সতর্ক করে বলেন, বাজারে কোন সিন্ডিকেট তৈরি না করে দ্রুত সময়ের মধ্যে আলু বাজারজাত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন নাটোর কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন কৃত্রিম সংকট তৈরিতে কিছু অসাধু ব্যবসায়ীরা দায়ী এজন্য আমরা সক্রিয়ভাবে মুনাফা লোভী ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের জরিমানা ও সতর্ক করছি যেন পরবর্তীতে এ ধরনের ভুল কাজ না করেন।