নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে থেকে পার্কিংরত অবস্থায় একটি খালি ট্রাক চুরি হয়েছে। ২৩ নভেম্বর শনিবার রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে যে কোন সময় ট্রাকটি চুরি হয়ে যায়। জানাগেছে, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে অবস্থিত হাসান পোল্ট্রি ফার্মের ট্রাকটি মাল আনলোড শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে কদম গাছের পাশে গত ২৩ নভেম্বর শনিবার দিবাগত রাত ১২ টার দিকে পার্কিং করে রাখা হয়। ট্রাকটির নাম্বার ঢাকা মেট্রো- ট-১৩-৪৭৬৭।ট্রাকটির মালিক হাসান পোল্ট্রি ফার্মের কর্ণধার আবুল হাসান বলেন, ট্রাকটি মাল আনলোড শেষে দামুড়হুদা বাসস্ট্যান্ডের অদূরে ফ্লাওয়ারস মিলের সামনে কদম গাছের পাশে গত ২৩ নভেম্বর শনিবার দিবাগত রাত ১২ টার দিকে পার্কিং করে রাখা হয়। রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে যে কোন সময় ট্রাকটি চুরি হয়ে গেছে। এ রির্পোট লেখা পযন্ত ট্রাকের সন্ধান পাওয়া যায়নি। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫