নিজস্ব প্রতিবেদক : চট্রগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে সভায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন আসলাম , ফোরামের সদস্য ওয়াহেদুজ্জামান বুলা, আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মইনুল, মানি খন্দকার ও জীল্লুর রহমান জালাল বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন, চট্রগামের বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত শাস্তি দাবি জানাচ্ছি। আজকে পুলিশ বাহিনীকে নষ্ট করে দেয়া হয়েছে। পুলিশ বাহিনী সক্রিয় থাকলে আদালত প্রাঙ্গনে এ ধরণের হত্যার ঘটনা ঘটতো না। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তির দাবি করছি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫