সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭'শ কেজি ভেজাল মধু ও মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। শুক্রবার ২৯ নভেম্বর ভোর ৬ টার দিকে শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে পলাতক আসামী আঃ রশিদ গাজীর বসত বাড়ীর উঠান থেকে উদ্ধার করা হয়। সূত্রে জানাগেছে, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক-নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই শেখ আহম্মদ কবির, এএসআই বিএম তৌহিদুজ্জামান, এএসআই মোল্লা শফিকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা এলাকায় অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার বিশেষ অভিযান চলাকালে ২৯ নভেম্বর ভোর ৬ টায় শ্যামনগর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে পলাতক আসামী আঃ রশিদ গাজীর বসত বাড়ীর উঠান হতে ৭০০ কেজি ভেজাল মধু ও ভেজাল মধু তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে শ্যামনগর থানায় ১৯৭৪ সালের দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট এর ২৫-সি ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং- ১৭, তারিখ-২৯/১১/২০২৪।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫