নিজস্ব প্রতিবেদক : মাত্র ১ দিনের মাথায় ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দর্শনা পরাণপুর লোকনাথপুর সড়কে। সড়কে গেছুর গাছ ফেলে রোগী বহনের এ্যাম্বুলেন্স থামিয়ে কেড়ে নিয়েছে নগদ টাকা। ততক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছুলেও ধরতে পারেনি কাউকে। জানা গেছে, কুড়ালগাছি ইউনিয়নের প্রতাপপুরের আব্দুল জলিল চিকিৎসার জন্য গত পরশু সোমবার রাত ৯ টার দিকে ভর্তি হন দর্শনা পুরাতন বাজারস্থ তরফদার ক্লিনিকে। জলিলের অবস্থার অবনতি দেখা দিলে রেফার করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। তরফদার ক্লিনিকের নিজস্ব এ্যাম্বুলেন্সে সদর হাসপাতালে রোগীকে ভর্তি করে ফিরছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে এ্যাম্বুলেন্সটি লোকনাথপুর-পরাণপুর সড়কে পৌছুলে ছিনতাইকারিদের কবলে পড়তে হয়। সড়কে খেজুর গাছ ফেলে এ্যাম্বুলেন্সের গতিরোধ করে ৮/১০ জনের মুখোশধারী ছিনতাইকারিচক্র। এ সময় এ্যাম্বুলেন্সে থাকা চালক সহ ৭ জনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এবং বোমার ভয় দেখিয়ে ছিনিয়ে নেয় নগদ ২০ হাজার টাকা। এ সময় ব্যটারি চালিত দুটি পাখি ভ্যানও ছিনতাইকারিদের কবলে পড়েছে বলে শোনা গেছে। ঘন্টাব্যাপি এ তান্ডব চালিয়েছে ছিনতাইকারিরা। এ দিকে শনিবার রাতে একই স্থানে গণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। একই স্থানে বারবার ছিনতাইয়ের ঘটনায় চরম আতংক বিরাজ করছে পথচারিদের মধ্যে। ডাকাতি, ছিনতাই ও চুরি রোধে পুলিশি টহল জোরদারের দাবী তুলেছে এলাকাবাসী। এ ঘটনায় দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি পৌছাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত ছিনতাইকারিচক্রের সদস্যদের চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছি।।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫