নিজস্ব প্রতিবেদক : “একাত্তরের চেতনায় গড়ে উঠুক, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা” এ প্রতিবাদ্যকে সামনে রেখে দর্শনায় শত্রুমুক্ত দিবস পালন করা হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯ ঘটিকার সময় দর্শনা মুক্তিযোদ্ধা সংসদ দর্শনা পৌর কমান্ড এর উদ্যোগে দর্শনা পৌর মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি র্যালি নিয়ে দর্শনা বাজার ঘুরে সরকারী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় বীরমুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, নাহারুল মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা এ্যডভোকেড শহীদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম বাবু, বিল্লাল হোসেন, হাফিজুল মোল্লা, সৈয়দ মজনুর রহমান, জাহাঙ্গীর আলম সহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫