নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা-বর্ডার গার্ডের দর্শনা ক্যাম্পের বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে উদ্ধার করেছে নকল সোনার বার, নগদ টাকা ও মোটর সাইকেল। আটক করা হয়েছে হেলাল ও সৌরভ নামের ২ জন অভিযুক্ত চোরাকারবারীকে। আটককৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লেঃ কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নির্দেশে দর্শনা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নায়েক জিয়াউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে স্বর্ণ চোরাচালান বিরোধী অভিযান চালান দর্শনা কেরুজ মিলস গেটের সামনের লিয়াকত মার্কেটের আব্দুল্লাহ আল আমিন অটেতো (হোন্ডা গ্যারেজ)। ওই গ্যারেজে বিজিবি সদস্যরা তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করেছে স্বর্ণের বারের মতো ১২ টি যা সোনালী রং করা, স্বর্ণের বারের মতো থৈরীকৃত ৪ টি লোহার বার রং বিহীন, নগদ ২ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা, ব্যবহৃত একটি মোটর সাইকেল, একাধীক মোবাইল ফোন সহ বিভিন্ন সরঞ্জামাদি। এ ঘটনায় বিজিবি আটক করেছে দর্শনা রামনগরের আয়ুব আলীর ছেলে হেলাল উদ্দিন (২৮) ও পারকৃষ্ণপুরের আশরাফুল আলমের ছেলে সৌরভকে (১৬)। নায়েক জিয়াউর রহমান বাদি হয়ে গতকাল শুক্রবার আটককৃতদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫