টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :'বন্ধুত্ব করি, দেশ গড়ি'- এ স্লোগানকে সামনে রেখে পাঠকপ্রিয় দেশের স্বনামধন্য দৈনিক যায়যায়দিন পত্রিকার লেখক, পাঠক, শুভানুধ্যায়ীদের সমন্বয়ে গাজীপুর মহানগর টঙ্গী শাখার উদ্যোগে ১৭ তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল (৭ ডিসেম্বর) শনিবার দুপুরে খাঁ- পাড়া রোডে লেসন আইডিয়াল স্কুল এন্ড কলেজে এ আয়োজন করা হয়। এ সময় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের টঙ্গী শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে ও সদস্য সচিব মির্জা নাদিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জ্যোতিষ সমাদ্দার বাবু। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সভাপতিআক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার মহানগর প্রতিনিধি মো.বাইজিদ , সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি সিনিয়র সাংবাদিক অলিদুর রহমান অলি, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো সুমন, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরণ, টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক,দৈনিক যায়যায়দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি রেজাউল করিম রাজিব,বিশিষ্ট শিক্ষানুরাগী মো. হুমায়ুন কবির, সমাজ সেবক মফিজুর রহমান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন বাপ্পি , সম্মানিত সদস্য উপ- সহকারী প্রকৌশলী মো. জিল্লুর রহমান, নাহিদা ইসলাম ইয়াসমিন, কনফিডেন্স স্কুল এন্ড কলেজের ভাইস প্রেন্সিপাল ইসরাত জাহান,মনোয়ার হোসাইন সিনা, ফখরুল উদ্দিন নাফিস, ফাহিম আল বিরুনী,নাহিয়ান নাফিজ, বেলাল হোসেন প্রমুখ। এ সময় প্রধান জ্যোতিষ সমাদ্দার বাবু বলেন, মানবিক ও সামাজিক কাজে সকলকে এগিয়ে আসতে হবে। নিজেকে সচেতন হতে হবে ও অন্যকে সচেতন করতে হবে এবং সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫