নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনস্থ দর্শনা বিওপি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৯টি স্বর্ণের বার সহ এক চোরাকারবারিকে আটক করেছে। রোববার ৮ ডিসেম্বর দেড়টার সময় উপজেলার ডুগডুগি বাজার পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক, অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালান হবে মর্মে প্রাপ্ত বিশেষ তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি এর পরিকল্পনা এবং দিক-নির্দেশনা মোতাবেক দর্শনা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৭৭/২-এস হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ডুগডুগি বাজার পাঁকা রাস্তার পার্শ্বে এ্যাম্বুশ করে। সময় আনুমানিক দেড়টার দিকে বিজিবি টহলদল সন্দেহভাজন একজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে অতিক্রম করতে দেখে তাকে গতিরোধ করে। পরবর্তীতে উক্ত ব্যক্তি পলায়নের চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। বিজিবি সশস্ত্র টহল দল আটককৃত ব্যক্তি শেখ মোঃ রুহুল আমিন (২১), পিতা- শেখ মোঃ রফিকুল ইসলাম, গ্রাম- আজমপুর, শ্যামপুর, পোষ্ট- দর্শনা-৭২২১, থানা-দামুড়হুদা, দর্শনা পৌরসভা, চুয়াডাঙ্গাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার ব্যবহৃত মোটর সাইকেলটি তল্লাশি করে মোটর সাইকেলের হেড নাটের কভারের মধ্যে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ০১ কেজি ১৭৮ গ্রাম ওজনের ০৯টি স্বর্ণের বার উদ্ধার করে। পরবর্তীতে বিজিবি সশস্ত্র টহলদলের সদস্যগণ বর্ণিত চোরাকারবারীর হেফাজতে থাকা ০১ টি মোটর সাইকেল ও ০১ টি মোবাইল জব্দ করতে সক্ষম হয়। এ ব্যাপারে নায়েক মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করতঃ আটককৃত আসামীকে দর্শনা থানায় হস্তান্তর পূর্বক জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫