নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে। সোমবার ৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১ ঘটিকায় সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার পুরাতন দৌলতদিয়াড় বঙ্গজ পাড়া থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিভাগীয় ১৪ জন স্টাফ, ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলম এর নেতৃত্বে সেনাবাহিনী ১৬ জন সদস্য সহ চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান করে পুরাতন দৌলতদিয়াড় বঙ্গজ পাড়া , থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম(৪০) , পিতাঃ আহসান হাবিব দৌলতদিয়া বঙ্গজ পাড়া,চুয়াডাঙ্গা সদর,চুয়াডাঙ্গা,কে নিজ দখলীয় বাড়ি থেকে ৪ বোতল বিদেশী মদ এবং ৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে নাজমুল হোসেন খান পরিদর্শক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫