নাটোর প্রতিনিধি : আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি টিআইবি নাটোরের উদ্যোগে দুদিন ব্যাপী তথ্য মেলার আয়োজন করা হয়েছে আজ বেলা ১১ টায় তথ্য মেলার উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন সচেতন নাগরিক কমিটি নাটোর শাখার সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে রওশন আলী আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) রওশন আলী, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ,দুর্নীতি দমন প্রতিরোধ (সজিকার) রাজশাহীর সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির নাটোর শাখার সহ-সভাপতি শিবলি সাদী । দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন উদ্বোধন শেষে একটি বর্নাঢ্য র্যালী নাটোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫