নাটোর প্রতিনিধিঃ নাটোর সদরের সহকারী কমিশনার ভূমি কৃষ্ণকে প্রত্যাহারের দাবিতে উপজেলা ভূমি অফিস ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর নাটোর রাজবাড়ীর অভ্যন্তরে অবস্থিত সদর উপজেলা ভূমি অফিস ঘেরাও করে তারা। এ সময় ঘেরাওকারী বৈষম্য বিরোধী ছাত্ররা জনগণের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায়, গাড়ি চালককে দিয়ে কাজ করানো, নিয়মিতভাবে বাইরের লোক নিয়োগ করে কাজ করানো, অবৈধভাবে বৃন্দাবন মন্দির ইসকনকে প্রদান করা সহ নানা অনিয়মের অভিযোগে তাকে নাটোর সদর ভূমি অফিস থেকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানান। এই দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্ররা নানা স্লোগান দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম ছাত্রদের শান্ত করে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ছাত্ররা সেখান থেকে চলে যায়। এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান সহ পুলিশ সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি শান্ত রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫