নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় আজাদ সরদার(৫০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।শনিবার(১৪ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার মাধনগর-বিরকুৎসা রেলওয়ে স্টেশনের মাঝে কুচিয়ামারা ব্রিজে এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির উপজেলার পূর্ব মাধনগর গ্রামে।স্থানীয় এলাকাবাসী,শাহরিয়ার, সোহেল রানা বলেন,রেলওয়ে ব্রীজ পারাপারের সময় বিকাল ৫টার দিকে কুচিয়ামারা এলাকায় রাজশাহী থেকে চিলাহাটিগামী বরেন্দ্র আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নিচে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।মাধনগর রেলস্টেশনের কতব্যরত স্টেশন মাস্টার মোঃ মমিন উদ্দিন প্রাং বিষয়টি সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫