টঙ্গী প্রতিনিধি : বিশ্ব ইজতেমার ময়দানে আসার পথে গাজীপুরের টঙ্গীতে ইউনুছ মিয়া (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। নিহত ইউনুছ মিয়া বি বাড়িয়া জেলা সরাইল থানার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের মৃত বুদু মিয়ার ছেলে। নিহতের সাথে থাকা আর এক মুসল্লি মজিবুর রহমান জানান, আমরা বুধবার সকাল এগারোটা সময় বি বাড়িয়া থেকে ২৩ জন মুসল্লি নিয়ে ইজতেমার উদ্দেশ্য রওনা হই। মিরের মাজার পার হয়ে টঙ্গীর কাছাকাছি আসার পর দুইবার বমি করেন তিনি। পরে সে বাসের ছিট থেকে হেলে পরেন। এ অবস্থায় তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার লুনা বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫