নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত সোয়া ১২টার চেরাগ আলী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তুলার গুদামটিতে হঠাৎই আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘণ্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আর নির্বাপণ হয় রাত আড়াইটার দিকে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫