টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় তারা এদেশের সম্পদ। শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট ,মৈত্রী শিল্প যার সুনিশ্চিত মতামত ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে আজকে একটি রুগ্ন শিল্প হতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে,যিনি সময়ে সময়ে মৈত্রী শিল্পের উন্নয়ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করে মৈত্রী শিল্পে তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। ২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর টঙ্গীর স্টেশন রোড নতুন বাজার শারীরিক প্রতিবন্ধী সুরক্ষার ট্রাস্ট মৈত্রী শিল্পে পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। মৈত্রী শিল্পের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পে নির্বাহী পরিচালক মোঃ সেলিম খান,গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুর জেলা সমাজ কল্যাণ উপ পরিচালক মোঃ আনোয়রুল করিম, কারখানা ব্যবস্থাপক মহসিন আলী। টিআরসিপিএইচ জেনারেল ম্যানেজার মোঃ ফখরুল আলম,ম্যানেজার মোঃ আমান উল্লাহ। প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইউনূস আহমেদ, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, বাণিজ্যিক কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক মোঃ জিল্লুর রহমান, এসময় সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি আরো বলেন এখন সেই মাহেন্দ্রক্ষণ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা টাস্ট, ৩২ শিল্প যার সুচিন্তিত মতামত ও নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে আজকে একটি রুগ্ন শিল্প হতে লাভ জনক প্রতিষ্ঠানের পরিণত হয়েছে, যিনি সময়ে সময়ে মৈত্রী শিল্পের উন্নয়ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করে মতি শিল্পে তা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন। যায় মানবিক বদান্বতায় মৈত্রী শিল্পের মুক্তা ডিং কিং ওয়াটার অটো মেশন প্লান্ট,৮শ কেভিএ নিজেস্ব বৈদ্যুতিক সাবস্টেশন, প্রতিবন্ধী ব্যক্তিদের কষ্ট লাগবের জন্য কার্গো লিফট স্থাপন, আধুনিক মোল্ড ও মেশিনারী স্থাপন, সুদৃশ্য মূল গেইট,নতুন স্থাপিত ১ হাজার ফুট গভীর নলকূপ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্মরনে আধুনিক স্থাপত্যের জাতির জনক বঙ্গবন্ধু কন্যার স্হাপন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫