নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ এক ভুয়া পুলিশকে আটক করেছে বিজিবি। ভারতীয় মদসহ ভুয়া পুলিশ পরিচয়ে ০১ জন ব্যক্তিকে আটক করা প্রসংগে বিজিবির দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্প জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপিতে কর্মরত হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে দর্শনা আইসিপির সামনে হতে ভারতীয় ১ বোতল মদ ও ১ টি রিয়েলমি মোবাইলসহ ভুয়া পুলিশ কনস্টেবল পরিচয় প্রদানকারী একজনকে আটক করা হয়। আটককৃত আসামী শিমুল কুমার ঘোষ (৩৫) ঝিনাইদহ জেলার নগরবাথান গ্রামের মন্টু লাল ঘোষের ছেলে। তার বিরুদ্ধে মামলা দিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫