নাটোর প্রতিনিধি : ছাত্র জনতার গণ বিপ্লবের বিচার, দুর্ণীতিবাজদের গ্রেফতার, অবৈধসম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচন অযোগ্য করা, সংখ্যানুপাতিক পি আর প্রদ্ধদিতে নির্বাচন এগুলোর দাবিতে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রুবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ০৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন এর আয়োজনে এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গন সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ,জাতীয় ওলামা মাশায়েখ আইমা পরিষদের সহকারি মহাসচিব হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ,ইসলামি আন্দোলনে নাটোর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আলী সিদ্দিকী, ৪ নং লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ মুহাম্মাদ তাইজুল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫