চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় লাটাহাম্বারের ধাক্কায় তাইজাল হোসেন (৭০) নামে এক বৃদ্ধ'র মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালিদ হাসান তথ্য নিশ্চিত করেছেন। নিহত আইজাল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় ও নিহফতের স্বজনরা বলেন, সন্ধ্যার আগে কৃষি কাজ শেষে বাইসাইকেল যোগে নিজ বাড়ি ফিরছিলেন আইজাল হোসেন। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড়ে পৌছালে পিছন থেকে আসা দ্রুতগতির লাটাহাম্বার বাইসাইকেলকে ধাক্কা দিলে বৃদ্ধ আইজাল হোসেন ছিটকে পাকা রাস্তার উপর পড়েন। পরে স্থানীয়রা লাটাহাম্বাটি আটক করেন এবং গুরুতর আহত অবস্থায় আইজাল হোসেনকে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫