নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে গভীর রাতে নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে গভীর নলকূপের ৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১ টা দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল চিনিডাংগার বিলে এ ঘটনা ঘটে। জানা যায়, রাত ১১টার দিকে গুরুমশৈল বিলে সহিরউদ্দিন মোল্লার গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি করতে যায় চোর চক্র। এসময় তারা নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে । তবুও নিরাপত্তা প্রহরী বাধা দিলে তাকে পোলের সাথে বেঁধে রাখে চোর চক্র। সকালে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সহিরউদ্দিনের ছেলে মেমন বলেন, ট্রান্সফরমার চুরি ঠেকাতে কাঁটার বেরি দিয়েছি। আবার পাহাড়াদারও রেখেছি। ইতিপূর্বে এই বিল থেকে ৭টি সহ উপজেলায় ২৮টি শ্যালোমেশিন চুরির ঘটনা ঘটেছে। এভাবে যদি চুরি হতে থাকে তাহলে সেচের কাজ করবো কেমন করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫