সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার দরিদ্র ও অসহায় ৫ শতাধিক শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বুরো বাংলাদেশ। সোমবার (৩০ ডিসেম্বর) পৌর শহরের দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্ত অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। বুরো বাংলাদেশের সিরাজগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন মিঞা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর এলাকার এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ আলী, সিংড়া শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মামুন রানা, সিংড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শাহীন আক্তার, স্থানীয় সমাজসেবক সার্জেন্ট মহসিন আলম। অনুষ্ঠানে আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসেন মিঞা বলেন, সারা বাংলাদেশে বুরো বাংলাদেশ ২৭ লক্ষ পরিবারের মাঝে বিভিন্ন আর্থিক ও অনার্থিক সেবা প্রদান করে যাচ্ছে। বুরো বাংলাদেশের মূল কর্মসূচীর অংশ হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ কর্মসূচী। বুরো বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫