নিজস্ব প্রতিবেদক : গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার আবেগ, যৌবনের প্রথম প্রেম, অনুভূতি ও ভালোবাসার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গীর চেরাগ আলী এক বর্ণাঢ্য র্যালী করেছে ছাত্রদল নেতৃবৃন্দ।
টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক সিনিয়র আহবায়ক মোঃ সাইফুল মৃধা'র উদ্যোগে বুধবার (১লা জানুয়ারী) বেলা ১২ টার সময় টঙ্গী চেরাগআলী শফিউদ্দিন মার্কেট থেকে র্যালিটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ সড়কের চেরাগ আলী মোড় প্রদক্ষিণ করে টঙ্গী কলেজ গেটে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত আলী, ছাত্রদল নেতা মোঃ আল রাব্বি, দিদার, সনি, নাজমুল, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সুমন হোসেন ,শেখ মোঃ ফরিদ আলম, মাহাবু্ব, মোঃ সজিব খান, মাহিন, শান্ত, মোঃ আল রাফি, মোঃ রাকিবুল ইসলাম , আল শাহারিয়ার রিয়াদ, পলাশ, মোঃ নিশান মিয়া , দ্বীন ইসলাম, জুয়েল সানজিদ, সাইফুল নাইম, শিমুল, রনি, নিরব, রিপন প্রমুখ ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫