রাজু আহম্মেদ : জমকালো আয়োজনের মধ্য দিয়ে পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মিলন মেলা, চিত্রাংকন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর দক্ষিণ খান ৪৭ নং ওয়ার্ড ফায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি'র ২০২৩-২০২৫ কমিটির উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয়। এই মিলন মেলায় ছোট ছোট বাচ্চাদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, বহিরাগত নারীদের জন্য বালিশ বদল, পুরুষদের বাস্কেট বল সহ লটারির আয়োজন ছিলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়দাবাদের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপ্রতি মো: সাইদুর রহমান এসময় তিনি বলেন তার বক্তব্যে বলেন পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি এই সোসাইটির মাধ্যমে পুরো ৪৭ নং ওয়ার্ড তথ্য ফায়দাবাদ হাউজিং এলাকায় মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের তরুণ প্রজন্মেদের মাদক থেকে রক্ষা করতে হবে, তাদের কে খেলাধুলায় মনোযোগ দিতে হবে। একে অপরের সম্পর্ক গড়ে তুলতে হব। আজকের অনুষ্ঠানের মাধ্যমে একটি বড় ধরনের মিলন মেলা তৈরি হয়েছে, ভবিষ্যতে এই পালাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি এই ধরনের আরো মিলন মেলার অনুষ্ঠিত করবে তা হলে একে অপরকে চিনতে ও জানতে পারবে। পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি কামরুল ইসলাম পিন্টু তিনি বলেন, পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি মাধ্যমে আমরা দক্ষিণ খান ফায়দাবাদ হাউজিং এলাকায় একটি নিরাপত্তার বেস্টটনি তৈরি করার পরিকল্পনা করছি, এবং পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি মাধ্যমে খুব শীঘ্রই একটি পিকনিক এর আয়োজন করার প্রস্তুতি চলছে। আমরা ফায়দাবাদ এলাকায় পলাশ হাউজিং ওয়েলফয়য়ার সোসাইটির পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা করছি, সেজন্য পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি সকলের সহ যোগিতা কামনা করছি। সাধারণ সম্পাদক ইন্জিনিয়া তৈয়বুর রহমান তিনি বলেন, আমরা পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এলাকায় নিরাপত্তার ব্যাবস্তা নিবো, একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলবো এবং প্রতি বছরের ন্যায় এ বছরে আমরা ২০২৩- ২০২৫ এর একটি মিলন মেলা আয়োজন করছি। এভাবে একের পর এক কমিটির সকল সদস্য ও কার্যকরী কমিটির সদস্যরা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বিশিষ্ট শিল্পপ্রতি, মো: সাইদুর রহমান সহ পলাশ হাউজিং ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ সকল সদস্যরা উপস্থিত থেকে বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন, পরে রাতে মধোভোজের আয়োজনের শেষে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫