জীবননগর প্রতিনিধি : বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে ২৪ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ২৪ জনের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। বুধবার (৮ই জানুয়ারি ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি আভিযানিক দল সুগঠিত হয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, খোসালপুর এবং চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় বেশ কয়েকটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে।বিশেষ এই অভিযানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টাকালে সর্বমোট ২৪ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫