নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর গ্রামে বোরিং মাঠে ফসলি জমির মাটি কেটে বাণিজ্যিক ভাবে বিক্রি করার অপরাধে আফজাল হোসেন নামে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেল তাকে দর্শনা থানা পুলিশের সহায়তায় আটক করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন। এসময় জব্দ করা হয় মাটি উত্তোলন কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন। অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন করে বিক্রির উদ্দেশ্যে অভিযুক্ত কে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ (সংশোধিত) ৭এর (ক) ধরায় অভিযুক্ত কে ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা অর্থদন্ডের রায় প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫