আগামী ২৫ জানুয়ারি সাধারণসভা । নির্বাচন ৮ ফেব্রুয়ারি কথার তীরে একে ওপরকে ঘায়েল করার
নিজস্ব প্রতিবেদক : কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন। এ নির্বাচন মানেই আলোচনা-সমালোচনা, উৎসাহ- উদ্দীপনা সভা-সমাবেশ ও ভোটারদের দলে ভেড়াতে কৌশলের মহড়া। অবশেষে নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে। ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত এ সভায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো কমিটির প্রত্যেকের। টানা ৩টা পর্যন্ত চলে এ বৈঠক। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে সাধারণসভা। ভোট গ্রহণ হবে ৮ ফেব্রুয়ারি। ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ সবুজের সভাপতিত্বে সভায় আলোচনা করেন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি মফিজুল ইসলাম, রেজাউল ইসলাম, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক সালাউদ্দিন সনেট, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, ক্যাশিয়ার আবু সান্ঈদ। নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে ছিলেন, সেলিম খান, বাবর আলী, আমিরুল ইসলাম, হারেজুল ইসলাম, সাহেব আলী শিকদার , বাবুল আক্তার, শরিফুল ইসলাম, মজিবর রহমান, নুরুল ইসলাম, মাজেদুল হক ডাবলু, জহিরুল ইসলাম, আজাদ হোসেন, ইদ্রিস আলী ও রকি। উল্লেখ্য এবারের নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে বর্তমান সভাপতি ফিরোজ আহমেদ সবুজ, সাবেক সভাপতি তৈয়ব আলী, বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, সৌমিক হাসান রূপম, জয়নাল আবেদীন নফর, সহ-সভাপতি পদে রেজাউল ইসলাম, মফিজুল ইসলাম, ইয়াসির আরাফাত মিলন, যুগ্ম-সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান, খবির উদ্দিন, মহিদুল ইসলাম সহ রয়েছেন বিভিন্ন পদে অনেকেই।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫