• বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান : ১২০ লিটার বাংলা মদ সহ আটক-২ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দামুড়হুদায় রক্তক্ষয়ী সংঘর্ষ : নারীসহ আহত-২২ গাজায় ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল : ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনায় মোনাজাত চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান: ১’শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযান : একাধিক মামলার আসামী ওয়াসীম আটক, ধারালো ছুরি ও চাইনিজ কুড়াল উদ্ধার বিয়েবাড়িতে গন্ডগোলের জেরে বর সহ কয়েকজন অবরুদ্ধ : ভুক্তভোগীদের উদ্ধার করতে গিয়ে ওসি নিজেই বিপাকে, উদ্ধার করল সেনাবাহিনী জীবননগরে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রসহ ৫রাউন্ড গুলি উদ্ধার পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা

সাংবাদিকদের সঙ্গে নিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে-এম মঞ্জুরুল করিম রনি

grambarta / ৮৫ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্র মেরামত করতে হলে সাংবাদিকদের সঙ্গে নিয়েই করতে হবে। জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। মঙ্গলবার

বিকেলে গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে সালনা পর্যটন এন্ড পিকনিক স্পটে”চল নির্যাতিত সাংবাদিকদের গল্প শুনি” শীর্ষক আলোচনা সভা এসব কথা বলেন তিনি।তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের সংস্কারের কথা বলছে কেউ কেউ । বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, রাষ্ট্র কাঠামো মেরামত রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন কথা বলেছেন, এটি করতে হলে সংবাদিকদের সঙ্গে নিয়েই কাজ করতে হবে। গণমাধ্যম জাতির বিবেক। কিন্তু গত ১৭ বছরে তাদের সে ভূমিকায় দেখা যায়নি বলে ও মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদ সরকারের সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু, নাঈমুল ইসলাম, ফারজানা রুপাসহ অনেক মানুষের জীবন নষ্ট করেছে। তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও জানান তিনি। এম মঞ্জুরুল করিম রনি বলেন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনকে শিল্পর পর্যায়ে নিয়ে গেছে। সাংবাদিক দোষরদের মধ্যে কিছু গ্রেফতার হয়েছে আবার অনেকে পালিয়ে গেছে, অনেকে দেশের বিভিন্ন জায়গায় এখনও বহাল তবিয়তে রয়েছে। তারা জার্সি বদল করে আবার অনুপ্রবেশের চেষ্টা করছে। এমনকি বিভিন্ন দলের নাম নিয়ে আবারও ষড়যন্ত্র করার পায়তারা করছে এবং তাদের পজিশন ঠিক রাখার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে। এছাড়া ডিবি হারুন গাজীপুরে থাকাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ওই সময় ৩৪ জন সংবাদকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে। মিলন নামে এক সংবাদ কর্মীকে হত্যা করার কথা উল্লেখ করেন বিএনপির এই নেতা। তার বাবার অধ্যাপক এম এ মান্নান কথা উল্লেখ করে তিনি বলেন রনি বলেন, তার বাবাকে একবার নয় দুই দুইবার মিথ্যা মামলায় জেলখানায় নেয়া হয়েছে। দীর্ঘ ২৮ মাস তাকে কারাবন্দি করে রাখা হয় বলে উল্লেখ করেন তিনি।যে পরিবর্তনের কথা বলছি বা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যে পরিবর্তন এর কথা বলছেন সেখানে সংবাদ কর্মীদেরও সহযোগিতার প্রয়োজন। কারণ সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অবশ্যই প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যদি তার দলের নেতাকর্মীরাও কোন ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকে তাদের নিয়েও সমালোচনা করতে, তবে অনেকে এখনো আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে মিথ্যা এবং অপপ্রচার চালাচ্ছে। সুতরাং তাদেরকে পরিবর্তন না করলে এই সমাজ ব্যবস্থা বিশেষ করে গাজীপুরে পরিবর্তন আসবে না বলে উল্লেখ করেন এম মঞ্জুরুল করিম রনি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গাজীপুরের উন্নয়নে ভুমিকা রাখবে বলে প্রত্যাশাব্যাক্ত করেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকরা গত ১৭ বছরে তাদের উপর অত্যাচার নির্যাতনের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর