নিজস্ব প্রতিবেদক : জাতির ক্লান্তিকালে ছাত্ররাই রক্ত দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে দেশকে বিভিন্ন সময় ষড়যন্ত্র থেকে উদ্ধার করেছে বললেন গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
বুধবার (২৯ তরিখ) বিকেলে শরীফপুর জিয়াশ খান উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের গাজীপুর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এসব কথা বলেন। গত সরকারের সময় বই নিয়েও নানান বিতর্কের কথাও উল্লেখ করেন। এসময় ফ্যাসিস্ট সরকারের হাত থেকে সাধারণ মানুষ মুক্তি পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন,শিক্ষকরা জাতীর মেরুদণ্ড,তারা যেভাবে ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা দিবেন বা গড়ে তুলবেন, ঠিক সে শিক্ষা নিয়েই তারা বড় হয়ে পথ চলবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রামেগঞ্জে বা এলাকয় যে ছেলেটা পড়াশোনা কম করে বা কোন কাজ থাকে না, বেকার থাকে, তাকে স্কুল কলেজে শিক্ষক হিসেবে অনেক সময় দেখা যায় । কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটিকে পরিবর্তন করে, এলাকার সবচেয়ে মেধাবী শিক্ষর্থী যেন শিক্ষকতা পেশায় আসে সে বিষয় গুলোকে পরিকল্পনা নিয়ে সামনের দিনে কাজ করতে চান। তাহলে সে শিক্ষকই প্রকৃত শিক্ষা দিতে পারবে ছাত্র-ছাত্রীদের। আর রাজনৈতিক এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন আসবে বলে উল্লেখ করেন তিনি। প্রচলিত যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বের হয়ে পরিবর্তনের কথা বলছেন। নেতাকর্মীদেরও সেভাবে দিক নির্দেশনা দেয়া রয়েছে। তবে সবার সহযোগিতা ছাড়া সে পরিবর্তন করা যাবে না বলেও জানান তিনি। যে সকল শিক্ষার্থী অনুষ্ঠানে রয়েছে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে দেশের সকল মানুষ একসাথে হওয়ার সে আন্দোলনও গণআন্দোলনের রূপ নিয়েছিল শিক্ষার্থীদের হাত ধরে । জাতির ক্লান্তিকালে ছাত্ররাই তাদের রক্ত দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে বাংলাদেশকে বিভিন্ন সময় ষড়যন্ত্র থেকে উদ্ধার করেছে।অনুষ্ঠানে স্কুলের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন এবং আগামী দিনে যে কোন সমস্যায় তাকে স্মরণ করার কথা বলেন। সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার মান উন্নয়নে যা কিছু করা দরকার তাই করে দিবেন মঞ্জুরুল করিম রনি। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এম এ মাছুম খান, সোহরাব হোসেন খান, সিনিয়র সহকারী, আব্দুর রহিম, দেলোয়ার হোসেনসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫