নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে দেওয়া হয়েছে জেল করা হয়েছে জরিমানা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আলমডাঙ্গা রেজওয়ানা নাহিদ এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সহ , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটক করা হয় এরশাদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে । মিন্টু (৪৪)কে, আসামির নিজ দখলীয় বসতঘরের মধ্যে হইতে উদ্ধার করা হয় ২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন। উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১'শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এদিকে পৃথক আরেকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটক করা হয় উপজেলার হাউসপুর গ্রামের শহিদুল ইসলাম ডুবরী'র স্ত্রী আয়েশা খাতুন (৩০)কে, আসামির নিজ দখলীয় বসতঘরের মধ্যে হইতে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১'শ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫