টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি : বিশ্ব হাতেৱ লেখা প্রতিযোগিতা ২০২৪ এ প্রথম স্থান অর্জন করেন টঙ্গীর ছেলে বাংলাদেশেৱ তরুন ইসলামুল হক ইমতিয়াজ, দ্বিতীয় স্থান অর্জন করেন অস্ট্রেলিয়ার মেলবোর্নের ৱেবেকা নেওফিতু। সম্প্ৰতি আমেৱিকা থেকে এ প্ৰতিযোগীতা অনুষ্ঠিত হয়। বয়সভিত্তিক ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্ৰতি বছৱেৱ মত এবাৱও এই প্ৰতিযোগীতা হয়। Functional Handwriting Manuscript (20-64 Age) ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের প্ৰতিযোগীদেৱ মধ্যে ইমতিয়াজ প্ৰথম স্থান অর্জন করেন । ৩১শে জানুয়ারি ২০২৫ ঢাকা ইউনিভার্সিটিৱ টিএসসি অডিটরিয়ামে তাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সে গাজীপুর জেলা কালীগঞ্জ থানা ভাটিরা গ্রামের আলহাজ্ব আনসাৱ উদ্দিন মাস্টাৱ ও খোশ আক্তারের ছেলে। সে টঙ্গীতে বসবাস করেন। শিক্ষার্থীদের সুন্দর হস্তলিখনের একজন স্বনামধন্য প্রশিক্ষক হিসেবেও তাৱ ব্যাপক পরিচিতি রয়েছে। এছাড়া হস্তলিখনের উপর তার নিজ হাতে লেখা বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর হাতের লেখার জন্য সহপাঠ্য হিসেবে ব্যবহার হচ্ছে। তার নিজ হাতে লেখা বাংলা, ইংরেজি ও আৱবি বইগুলো শিক্ষা সংশ্লিষ্টদের কাছে ইতোমধ্যে প্রশংসিত ও সমাদৃত হয়েছে।