নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে অজ্ঞাত গাড়িতে ধাক্কা লেগে দুইজন যুবক নিহত হয়েছে। শনিবার (৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে পুরাতন বাস্তবপুর মাদ্রাসা সংলগ্ন আদরের কামারের দোকানের সামনে অজ্ঞাত একটি গাড়ির সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহতরা হলো পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ ( ১৯) ও একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সুইট (২৫)। প্রত্যক্ষদর্শীরা জানায় , দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তবপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ ও সেলিম উদ্দিনের ছেলে সুইট মোটরসাইকেল যোগে রঘুনাথপুর থেকে বাস্তপুরের দিকে যাওয়ার সময় কামারের দোকানের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কা লেগে দুইজন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা মর্গে পাঠায়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করছি। দুজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫