নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী ও কালীগঞ্জে চলমান “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে আটজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানের ভাতিজা পারভেজ এবং এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম ও কালীগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। গত ৭ ফেব্রুয়ারি সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবনে ১৫-২০ জন ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে সরকার “ডেভিল হান্ট” অভিযানের ঘোষণা দেয়। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, তাদের থানার অভিযানে চারজনকে আটক করা হয়েছে, যার মধ্যে রয়েছেন আজমত উল্লাহ খানের ভাতিজা পারভেজ। এছাড়া, টঙ্গী পূর্ব থানা থেকে আরও দুইজন ও কালীগঞ্জ থানা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫