নিজস্ব প্রতিবেদক : ফ্যাসিস্ট খুনি শেখ হসিনার নির্দেশে হরতাল, অবরোধ, সারা বাংলাদেশে নৈরাজ্য সন্ত্রাস এবং আওয়ামীলীগকে পূর্ণবাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর যুবদল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় মিলগেট এলাকায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও টঙ্গী পুর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি মিলগেট থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজার এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করেন।মিছিলে ফ্যাসস্ট খুনি শেখ হাসিনার নির্দেশে অবৈধ হরতাল মানিনা মানবোনা বলে স্লোগান দিতে থাকে তারা। এসময় উপস্থিত ছিলেন ৪৮ নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব মোল্লা, আবুল কালাম, আলমগীর পাঠান, আলি হসেন হারুন, সাইফুল আক্তার, আব্দুল্লা, অপু, মমিন ফকির ও ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫