নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের ২জন চোরকে গ্রেফতার করেছে সেই সাথে উদ্ধার করেছে ৩ টি চোরাই ব্যাটারি। সোমবার (৩ মার্চ) রাত আড়াইটার দিকে দর্শনা থানাধীন পুরাতন বাজারস্থ জনৈক মোঃ মাসুদুর রহমান মিন্টু(৪৩) এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপর থেকে তাদেরকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা'র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর নেতৃত্বে দর্শনা থানার এসআই মোল্যা আরিফুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন পুরাতন বাজারস্থ জনৈক মোঃ মাসুদুর রহমান মিন্টু(৪৩) এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর উপর। এসময় ঘটনাস্থলে থাকা একটি ট্রাকের ব্যাটারি চুরি করে নেওয়ার সময় হাতে নাতে আটক করা হয় চুয়াডাঙ্গা মুন্সিপাড়ার মোঃ মফিজুর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান রাশেদ(৩০) ও চুয়াডাঙ্গা গুলশানপাড়ার মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম(২৯)কে। তাদের হেফাজতে থাকা চোরাই মালামাল ও চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয় ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫