নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দামুড়হুদা পুরাতন বাস্তপুর গ্রামে এক ডিম বিক্রেতার নিকট ডিম কিনতে গিয়ে ১০ বছর বয়সী এক কন্যা শিশু শ্লীলতাহানির স্বীকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পরপরই শিশুটির পরিবারের লোকজন অভিযুক্ত ফেরিওয়ালা ডিম বিক্রেতা জিল্লুর রহমান জিল্লুকে উত্তম মাধ্যম শেষে (৩১) আটক করে পুলিশে দিয়েছে। অভিযুক্ত ডিম বিক্রেতা পাবনা জেলার ঈশ্বরদী থানার চরকুড়ুলিয়া গ্রামের মল্লিক পাড়ার খালেক মল্লিকের ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতেই ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্ত ডিম বিক্রেতার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ও বাদীর এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধায় দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানার চরকুড়ুলিয়া গ্রামের মল্লিক পাড়ার আব্দুল খালেক মল্লিকের ছেলে জিল্লুর রহমান জিল্লু ফেরি করে দামুড়হুদার পুরাতন বাস্তপুর গ্রামে ডিম বিক্রি করতে যান। এসময় একই গ্রামের জৈনেক চান্দু মিয়ার ১০ বছর বয়সী কন্যা শিশু ডিম কিনতে গেলে ডিম বিক্রেতা অভিযুক্ত জিল্লু শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। শিশুটি ভয়ে পালিয়ে এসে ঘটনাটি পরিবারের সদস্যদেরকে জানায়। শিশুটির পরিবারের লোকজন ও স্থানীয়রা ডিম বিক্রেতাকে গণধোলাইয়ের পর থানা পুলিশে সোপর্দ করে। এদিন রাতেই শিশুটির পিতা বাদী হয়ে অভিযুক্ত ডিম বিক্রেতার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এরপর শিশুটির পরিবারের লোকজন ও স্থানীয়রা ডিম বিক্রেতা জিল্লুর রহমান জিল্লুকে আটক করে পুলিশে খবর দেন। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ডিম বিক্রেতাকে আটক করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫