নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার হিজলগাড়ী বোয়ালিয়া গ্রামের ডাঃ রাজিবুল ইসলামের প্রয়াত পিতা ডাঃ আব্দুল মজিদ স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প সহ ফ্রি-আল্ট্রাসনো ও চিকিৎসা সেবা প্রদান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ৮ হাজার রোগীকে ফ্রি আলট্রাসোনো করে রোগীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই চিকিৎসক। ডাঃ আব্দুল মজিদ স্মৃতি সংসদ এর পক্ষ থেকে ডাঃ আব্দুল মজিদ এর স্বরণে বছর ব্যাপি গর্ভবর্তী মহিলাদের সম্পর্ণ ফ্রি আল্ট্রাসনো ও চিকিৎসা সেবা প্রদান করে হচ্ছেন তিনি । চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজারে অবস্থিত রহিমন নেছা ডায়াগনেষ্টিক সেন্টারে গত ২০২৩ সালের জানুয়ারী মাস হইতে অদ্যবদী পর্যন্ত ৮ হাজারের অধিক গর্ভবর্তী মহিলাদের ফ্রি আল্ট্রাসনোগ্রাম ও চিকিৎসা সেবা প্রদান করেন প্রয়াত ডাঃ আব্দুল মজিদ এর পুত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাঃ রাজিবুল ইসলাম। চিকিৎসা ক্যাম্প উপলক্ষে হিজলগাড়ী বাজারে রহিমন নেছা ডায়াগনেষ্টিক সেন্টারে চলমান ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্দাক্তা ডাঃ রাজিবুল ইসলাম রাজু বলেন, আমার বাবা পেশায় একজন ডাক্তার ছিলেন তিনি তৃনমূল মানুষের পাশে দাড়িয়ে সব সময় সেবা প্রদান করে গেছেন। আমার বাবা আজ আমাদের মাঝে নেই। তিনি আমাদের মাঝ থেকে না ফেরার দেশে পাড়ি দিয়েছে। আজ আমার পিতা আমাদের মাঝে নেই, আমরা কখনো আমাদের মাঝে পাবোনা। কিন্তু তিনার স্মৃতি আজ আমাদের মাঝে রয়ে যাবে। তাই আমার পিতার স্বরণে আমি বছর ব্যাপি গর্ভবতী মায়েদের ফ্রি-আল্ট্রাসনোগ্রাম সহ চিকিৎমা প্রদান করে আসছি। তিনি আরো বলেন আমি দির্ঘ দিন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ফরেনসিক বিভাগে কর্মরত অবস্থায় রোগীদের সেবা প্রদান করেছি। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তার থাকা অবস্থায় ছুটির দিনে আমার জন্মস্থান এলাকা নবগঠিত নেহালপুর ইউনিয়নে নাম মাত্র ৫০ টাকা ভিজিটে চিকিৎসা দিয়েছি এবং এখনো দিয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাকে যতোদিন বাচিয়ে রাখবে আমি আমার এলাকার গরিব দুখি মেহনতী মানুষের জন্য আমার এই চিকিৎসা সেবা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।তিনি ঈদ-উল ফিতরকে সামনে রেখে সকল ধর্মপ্রান মুসলমানদের পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।