এ,আর,ডাবলু জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (৩০ মার্চ) বেলা এগারোটা দিকে পৌর সভার নারায়ণ পুর মোড় নামক স্হানে মডেল মসজিদ পিছন সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ৫রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আতংক বিরাজ করছে বলে জানিয়েছে স্হানীয় এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।তিনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মডেল মসজিদের পিছন হতে নীল রঙের ১টি প্লাস্টিকের পলিথিনে ভিতর মোড়ানো পাঁচ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিনসহ ০১টি ৭.৬২ পিস্তল যাহার গায়ে ইংরেজিতে (মেড এইন ইউএসএ) লেখা আছে ও বাট ট্রেগার পিন ও স্প্রিং খোলা অবস্থায় পরিত্যক্ত ভাবে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫