নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দস্যুতার প্রত্তুতিকালে একজনকে আটক করেছে। আটককৃতর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১টি ধারালো ছুরি ও ১ টিচাইনিজ কুড়াল। রোববার (৬ এপ্রিল) বেলা সাড়ে ৩ ঘটিকার সময় দর্শনা থানাধীন পৌর এলাকার শান্তিপাড়া হইতে পরানপুর আবাসনগামী রাস্তার জনৈক আল আমিন এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা'র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দর্শনা থানাধীন শান্তিপাড়া গ্রামস্থ শান্তিপাড়া হইতে পরানপুর আবাসনগামী রাস্তার জনৈক আল আমিন এর চায়ের দোকানের সামনে। এসময় আটক করা হয় দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশনপাড়ার)শাহজাহান মন্ডল এর ছেলে ওয়াসীম মন্ডল (৩৫) কে তার কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ধারালো ছুরি, ১টি চাইনিজ কুড়াল ও ৪০ ফুট লম্বা রশি। এসময় ৩ জন আসামী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর ও পলাতক আসামীদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে, ধৃত আসামী মোঃ ওয়াসিম মন্ডল এর পিসি/পিআর নিম্নেপ্রদত্ত হইলঃ-
১। (29P3H) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,জি আর নং-৩৯৬/০৬, তারিখ- ৩০ অক্টোবর, ২০০৬; সময়- ধারা- ৪৪৭/৩২৩/৩২৫ পেনাল কোড-১৮৬০
২। (29LRQ) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,জি আর নং-১৬৬/০৫, তারিখ- ২৫ জুন, ২০০৫; সময়- ধারা- ৩২৪/১৪৩/৪৪৮/৩০৭/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০
৩। (2V7YJ) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-১৯, তারিখ- ১২ ফেব্রুয়ারি, ২০১৮; সময়- ২১:৪৫ ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
৪। (2F44A) চুয়াডাঙ্গা এর চুয়াড়াংগা সদর থানার ,এফআইআর নং-৪৯, তারিখ- ১৯ জুন, ২০১৭; সময়- ১৬.০৫ ধারা- ১৯(১) এর ৩(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন
৫। (2JLMC) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-৪০, তারিখ- ২৬ নভেম্বর, ২০১৬ সময়- ২০:২০ ধারা- ২৫ B এর ১ (B) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন
৬। (258KF) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০২ অক্টোবর, ২০১১; সময়- ধারা- ২৫ B এর ১ (B) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন
৭। (25TKJ) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-১১, তারিখ- ২২ জুন, ২০০৭; সময়- ধারা- ২৫ B এর ১ (B) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন
৮। (95FYD) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-২২, তারিখ- ২৬ এপ্রিল, ২০০৫; জি আর নং-৬৯, তারিখ- ২৬ এপ্রিল, ২০০৫; সময়- ২০:৩০ ঘটিকা ধারা- ৩২৩/৩২৪/৩২৫/৩০৭ পেনাল কোড-১৮৬০
৯। (9FATY) কুষ্টিয়া এর কুষ্টিয়া সদর থানার ,এফআইআর নং-২২, তারিখ- ২১ জানুয়ারি, ২০২৪; জি আর নং-২২, তারিখ- ২১ জানুয়ারি, ২০২৪; সময়- ০০.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৪(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮
১০। (2YQPX) চুয়াডাঙ্গা এর দামুড়হুদা থানার ,এফআইআর নং-১২, তারিখ- ০৫ জুন, ২০১৮; সময়- ২১:৩০ ঘটিকা ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫