নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় দর্শনা থানার আওয়ারপুর সুধাপাড়া বাসস্ট্যান্ডে বাবুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৬ এপ্রিল রবিবার সকাল ১০ টায় দর্শনা থানার আওতাধীন আনোয়ারপুর খাটপাড়া বাসস্ট্যান্ডে একটি নির্দিষ্ট বাবুলের চায়ের দোকানের সামনের পাকা রাস্তায় মোঃ তোরগুল হাসান সোহাগ, এসআই (অবসরপ্রাপ্ত) সৌমিত্র সাহা, এএসআই (অবসরপ্রাপ্ত) আবু আল ইমরান জেলা গোয়েন্দা শাখার বাহিনীর সাথে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দর্শনা পৌর এলাকার আনোয়ারপুর হঠাৎপাড়ার আবুল কালামের ছেলে মোঃ হাবিবুর রহমান উরফে মুন্না (৪০) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫