নিজস্ব প্রতিবেদক : মেয়ের বিবাহ বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রায়হান উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রায়হান উদ্দিন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের ঘোষপাড়ার ইসলামের ছেলে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। রায়হান উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পরিবারের সদস্যরা বলেন, বৃহস্পতিবার রাতে বড় মেয়ের বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করে পরিবারের সদস্যরা। রাতে কেক কাটাকে কেন্দ্র করে রায়হান ও তার স্ত্রী সুলেখার মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। সেই রাতেই সুলেখা খাতুন স্বামীর উপর অভিমান করে তার বাপের বাড়ি চলে যান। ওই রাতেই কোন এক সময় ঘরের ভিতর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে স্বামী রায়হান। পরের দিন তার স্বামী আত্মহত্যা করেছেন শুনে আবার ওই রাতেই শ্বশুর বাড়ি চলে আসেন। আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ রায় নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, তিনি ঋণগ্রস্থ ছিলেন। এতে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরই জের ধরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।