নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা'র উদ্দ্যেগে জেলার প্রতিটি থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় (QRT)কুইক রেসপন্স টিম। গঠন করা হয়েছে। পুলিশ সুপারের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সাধারণ নাগরিক। সূত্রে জানাগেছে, থানায় প্রাপ্ত অভিযোগ, জিডি ও ঘটনায় দ্রুত গতিতে ঘটনাস্থলে পৌঁছানো ও আইনী সেবা প্রদানের নিমিত্তে বুধবার (১৬ এপ্রিল) ২০২৫ সকাল ১১টায় পুলিশ সুপার জেলার পাঁচটি থানায় (QRT)কুইক রেসপন্স টিম। টিমের নিকট মোটর সাইকেল হস্তান্তর করেন। থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা প্রদানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, যানবাহনে, চলাচলের পথে এবং গৃহে নির্যাতন ও হয়রানির শিকার নারী ও শিশুদেরকে দ্রুততম সময়ে উদ্ধার, আইনী সহায়তা ও সাপোর্ট দেবে কুইক রেসপন্স টিম। প্রতিদিনের কার্যক্রমের রিপোর্ট নির্দিষ্ট ছকে পুলিশ সুপার বরাবর প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রতিটি ঘটনার কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কিনা তদারকি অব্যাহত আছে। এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস), চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারগন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫