নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহাপুর পুলিশ ফাঁড়িতে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র অধিকারী পরিষদের সভাপতি মেহেদী হাসান খান বাবু। বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে তিনি এ অভিযোগ করেন। লাইভে মেহেদী হাসান খান বাবু বলেন, আমি কোনো অপরাধ করিনি। শাহাপুর ক্যাম্পে পুলিশের উপস্থিতিতে, এসআইয়ের সামনে আমাকে মারধর করা হয়েছে। গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জন এ হামলা চালায়। এ সময় সেখানে আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির লোকজনও উপস্থিত ছিল। এর কিছুক্ষণ পর আরও একটি ফেসবুক লাইভে এসে বাবু বলেন, অনেকেই ফোন করছেন, কিন্তু আমি ধরতে পারছি না। আমি এখনো শাহাপুর ক্যাম্পেই আছি। শুধুমাত্র প্রতিহিংসার কারণেই আমার ওপর এই হামলা হয়েছে। যদি আমি মারা যাই, তাহলে আমার ফেসবুক লাইভে বলা নামগুলোই দায়ী থাকবে। হামলায় গড়াইটুপি ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের বেশ কয়েকজন যুক্ত ছিল। এছাড়াও তিনি বলেন, গড়াইটুপি ইউনিয়নের সুজায়েতপুর পুর গ্রামের আমার পিতা মুসা খান ও খালু আবুজার মোল্লার সাথে দীর্ঘদিন ধরে ৫ বিঘা একটি জলাকার নিয়ে বিরোধ চলে আসছিল। পরবর্তীতে গতকাল মঙ্গলবার আমরা বিজ্ঞ আদালতের নির্দেশে ওই পাঁচ বিঘা জলাকার আমাদের পক্ষে রায় হয়। এরপর আমরা দখল করতে গেলে আবুজার মোল্লা বাধা দেয়। পরবর্তীতে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই মেহেদী হাসান সমঝোতার জন্য বুধবার উভয় পক্ষের ক্যাম্পে আসতে বলে। আমরা ক্যাম্পে আসি। উভয় পক্ষের কথাবার্তার এক পর্যায়ে আবুজার মোল্লার পুত্র ওসমান গনি(২৪) , মৃত রইচ উদ্দিন মোল্লার পুত্র আবুজার মোল্লা( ৫৭), আবুজার মোল্লার স্ত্রী আকলিমা খাতুন ( ৪০), মৃত ছাত্তার মন্ডলের পুত্র আব্দুল আলিম (৫৫), গড়াই টুপি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ ১০ থেকে ১৫ জন উপর হামলা চালায়। এছাড়াও তিনি বলেন আমি ইতিমধ্যে আমার দলীয় লোকজনের সাথে কথা বলেছি সেই সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আমরা পদক্ষেপ গ্রহণ করব। এ বিষয়ে শাহাপুর পুলিশ ফাঁড়ির টুআইসি সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মামুন বলেন, জমিজমা সংক্রান্ত একটি বিষয় নিয়ে আমরা বসেছিলাম এবং সেটি মীমাংসাও হয়েছে। বাবু ভাইদের কাগজপত্র সঠিক ছিল। তারা যখন চলে যাচ্ছিলেন, তখন কিছু অশোভন যুবক হঠাৎ করে তাকে চড় মারেন। তিনি আরও জানান,ক্যাম্পের আইসি বিষয়টি জীবননগর থানার ওসিকে জানিয়েছেন। আমি নিজে ফোর্স নিয়ে বাবু ভাইকে নিরাপদে পৌঁছে দিয়েছি। অভিযুক্ত গড়াইটুপি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাটি পারিবারিক এবং জমি সংক্রান্ত জের ধরে সংঘটিত হয়েছে আমার ক্যাম্পের আইসি বিষয়টি সমাধান করে বাবু ভাইকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এখনও এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫