নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী দেশ সেরা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদ্রাসা কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে মিছিলটি মাদ্রাসা ক্যাম্পাসের মূল ফটক থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গীর হোসেন মার্কেট হয়ে এরশাদ নগর এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়। এতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান বলেন, গাজায় মুসলমানদের রক্তে যে হোলি খেলা চলছে, তা বিশ্ব বিবেকের জন্য লজ্জাজনক। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা শুধু মুসলিম জাতির নয়, এটি মানবতার প্রশ্ন। সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্র সংসদের (টাকসু) ভিপি ইকবাল কবির বলেন, আজকের এই MASS MOVEMENT আমাদের প্রতিজ্ঞা-ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও নির্মম বর্বরতার বিরুদ্ধে আমরা চুপ থাকবো না। শিক্ষার্থীরা জেগেছে, মানুষ জাগছে ইনশাআল্লাহ বিজয় আসবেই। বাংলাদেশ থেকে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ আসে, আমরা তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরাই যাবো সবার আগে। সমাবেশটি পরিচালনা করেন টাকসুর জেনারেল সেক্রেটারি সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন এজিএস মইনুল ইসলাম, অর্থ সম্পাদক মর্তুজা হাসান ফুয়াদ, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান, প্রচার সম্পাদক নোমানসহ কেন্দ্রীয় সংসদের অন্যান্য নেতৃবৃন্দ। স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা ফিলিস্তিন চাই কি? আজাদী, আজাদী! বয়কট! বয়কট! ইসরায়েল বয়কট বিশ্ব মুসলিম এক হও, লড়াই করো এমন গর্জনময় স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে টঙ্গীর রাজপথ।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জাহাঙ্গীর আলম || বার্তা সম্পাদক: শাকিল মাহমুদ শান্ত || টঙ্গী দত্তপাড়া, জহির মার্কেট, টঙ্গী গাজীপুর ঢাকা। E-mail: editorgrambarta@gmail.com যোগাযোগ : ০১৯১১-২৪৫৮৯৫ | ০১৯১৩-৩৪৪৮১৭ | ০১৭৩১-৬১৬২১৫ | ০১৯৭২-৬১৬২১৫